দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেছেন। তারা দুজনেই নিজ নিজ পদত্যাগপত্র সলিসিটর কার্যালয়ে জমা দিয়েছেন।

রোববার সকালে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন মোমতাজ উদ্দিন ফকির। তিনি জানান, ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন। এটি অন্য কোনোভাবে দেখার সুযোগ নেই।

এদিকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে মুরাদ রেজাও পদত্যাগ করেছেন বলে জানা গেছে। তবে তার সঙ্গে এ বিষয়ে কথা বলার চেষ্টা করা হলে ফোনে সংযোগ পাওয়া যায়নি।

এর আগে গত ৮ অক্টোবর সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিনকে দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয় সরকার।

এএম আমিন উদ্দিন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির পর পর দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন।

২০০৯ সাল থেকে রাষ্ট্রের ১৫তম অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করা মাহবুবে আলম গত ২৭ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

Share this post

scroll to top