৩৭ বছরের বড় গায়কের সঙ্গে নায়িকার বিয়ে!

লাজুক মুখে কনের সাজে বসে আছেন বলিউড অভিনেত্রী জসলিন মাথারু। তার পাশে বর বেশে হাসিমুখে ভারতের ভজন সম্রাট খ্যাত গায়ক অনুপ জালোটা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এই ছবি। এরপরই প্রশ্ন উঠেছে, তাহলে কি ৩৭ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে বিয়েটা সেরেই ফেললেন পদ্মশ্রীপ্রাপ্ত গায়ক?

ছবিতে দেখা গেছে, জসলিন পরেছেন গোলাপি বিয়ের পোশাক। হাতে রয়েছে ‘চূড়া’ও, যা সদ্য বিবাহিত নারীরাই পরেন। পাশে দিব্যি হাসিমুখে পাগড়ি পরে বসে আছেন অনুপ জালোটা।

এই ছবির নেপথ্যের কারণ জানতে চাইলে জসলিন সাংবাদিকদের জানান, এই ছবি আসলে দু’জনের আসন্ন সিনেমা ‘ওহ মেরি স্টুডেন্ট হ্যায়’র। করোনাকালেই এই ছবির শুটিং শুরু করেছিলেন জসলিন এবং অনুপ।

কিছুদিন আগেই এই সিনেমার আরও একটি ছবি পোস্ট করেছিলেন জসলিন। যেখানে অনুপ জালোটাকে দেখা যায় ব়্যাপারের বেশে। বাস্তবের অনুপ্রেরণাতেই ছবিটি তৈরি করা হয়েছে, যেখানে জসলিনের জন্য যোগ্য বর খুঁজে দিচ্ছেন অনুপ জালোটা।

Share this post

scroll to top