জয়পুরহাটে কালাই পৌরসভার মেয়র পদের উপ-নির্বাচনে ভোট প্রদানের আগেই ভয় দেখিয়ে কেন্দ্র থেকে জোর করে এজেন্টদের বের করে দেয়াসহ নানা অভিযোগে বিএনপি সমর্থিত প্রার্থী আনিছুর রহমান তালুকদার ভোট বর্জন করে ফের নির্বাচন দেয়ার দাবি করেছেন।
শনিবার দুপুর ১২টার দিকে তিনি কালাই সিনেমা হলসংলগ্ন দলীয় অস্থায়ী কার্যালয় চত্বরে উপস্থিত সাংবাদিকদের সামনে উপনির্বাচন বর্জনের এ ঘোষণা দেন।
তিনি বলেন, ভোটগ্রহণ শুরুর আগেই ভয় দেখিয়ে কেন্দ্র থেকে জোর করে এজেন্টদের বের করে দেয়া হয়। এছাড়া নানা অনিয়ম ও দুর্নীতি হয় কেন্দ্রে। তাই নির্বাচন বর্জন করে পুননির্বাচন দাবি করা হলো।
জানা যায়, এ উপ-নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল ও ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী আনিছুর রহমান তালুকদার ও স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ রাহুল নারিকেল গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেন।
ভোটগ্রহণ শুরুর প্রায় ৩ ঘণ্টা পর ভয় দেখিয়ে কেন্দ্র থেকে জোর করে এজেন্টদের বের করে দেয়া হয়। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনেন ধানের শীষ প্রতীক নিয়ে দাঁড়ানো বিএনপি সমর্থিত প্রার্থী আনিছুর রহমান তালুকদার। এরপর তিনি নির্বাচন বর্জন করে ফের নির্বাচনের দাবি করেন।
এ নির্বাচনে মোট ১৩ হাজার ৫২১ জন ভোটারের মধ্যে নারী ভোটার রয়েছেন ৭ হাজার ৭২জন।
রির্টানিং অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে র্যাব, পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি কালাই পৌর সভার মেয়র হালিমুল আলম জন মারা গেলে মেয়র পদটি শূন্য হয়। আর এই শূন্য পদ পূরণের জন্য শনিবার এ নির্বাচনের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন।