নরসিংদীর পলাশ উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তৌকির (২১) নামে এক তরুণকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার রাতে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের কুড়াইতলী এলাকার ছয়ঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত তৌকির উপজেলার গজারিয়া ইউনিয়নের মাঝেরচর এলাকার রিপন সরকারের ছেলে।
শনিবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন।
তিনি জানান, এ ঘটনায় শুক্রবার গভীর রাতে তৌকির নামে একজনকে আসামি করে পলাশ থানায় মামলা দায়ের করেন ওই কিশোরীর মা। মামলার প্রেক্ষিতে অভিযুক্ত তৌকিরকে আটক করেছে পুলিশ।
ওই কিশোরীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাতে ওই কিশোরী বাড়িতে একা ছিলেন। এ সময় অভিযুক্ত তৌকির ওই বাড়িতে ঢুকে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করতে গেলে তার চিৎকারে পাশের ঘর থেকে মামাতো ভাই এগিয়ে আসেন। এসময় তৌকিরকে আটক করে পুলিশে খবর দেয়া হয়।
এ ঘটনায় ওই রাতেই অভিযুক্ত তৌকিরকে আসামি করে মামলা দায়ের করেন কিশোরীর মা।