ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে সোমবার ১৫ জনের দাঁড়িয়েছে। এখনো ২০ জন নিখোঁজ রয়েছেন।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরুও নাগরোহো মঙ্গলবার রাতে বলেন, সুকাবুমি জেলার সিনারেসমি গ্রামে এই প্রাকৃতিক দুর্যোগে তিনজন আহত হয়েছেন।
তিনি আরো বলেন, ভূমিধসে গ্রামের ৩০টি বাড়ি চাপা পড়েছে। এতে মাটি ও পাথরের নিচে বেশকিছু লাশ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা লাশগুলো উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
দুর্যোগ সংস্থার এই মুখপাত্র বলেন, উদ্ধার তৎপরতার সময় উদ্ধারকর্মীরা আরো একটি ভূমিধসের ঝুঁকির মধ্যে রয়েছে।
সুতোপো বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, ‘আরো চারটি ছোট ধরনের ভূমিধস হয়েছে। নরম ও কর্দমাক্ত মাটি এবং বিশেষ করে বৃষ্টির সময় উদ্ধারকর্মীদের ঝুঁকি মাথায় নিয়ে কাজ করতে হচ্ছে।’
তিনি আরা বলেন, তল্লাশি ও উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য দুটি ভারী খনন যন্ত্রের মধ্যে একটি ঘটনাস্থলে পৌঁছেছে।
এই ভূমিধসে মোট ৬৩ গ্রামবাসীকে উদ্ধার করে আশ্রয় শিবিরে পাঠানো হয়েছে।
ভারী বৃষ্টিপাতের কারণে জাকার্তায় স্থানীয় সময় সোমবার বিকেল ৫টায় এ ভূমিধস হয়।