নিজস্ব প্রতিনিধি : দেশব্যাপী অব্যাহত গণধর্ষণ, শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসুচী পালন করেছে মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে নগরীর দলীয় কার্যালয়ের সামনে কর্মসুচী চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম-আহবায়ক জাকির হোসেন বাবলু ও আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, যুগ্ম-আহবাক আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক শেখ আমজাদ আলী, এ কে এম মাহবুবুল আলম, অ্যাডভোকেট এম এ হান্নান খান, যুবদলের জেলা সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন, মহানগর যুবদলের সভাপতি মোজ্জামেল হক টুটু, সাধারন সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল, ছাত্রদলের জেলা সভঅপতি মাহবুবুর রহমান রানা, সাধারণ সম্পাদক আবু রায়হান, মহানগর সভাপতি নাইমুল করিম লুইন, সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম রবিন, মহানগর স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি ইবনে খালিদ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফয়সাল, শ্রমিকদলের জেলা সভাপতি মফিদুল ইসলাম মোহন, সাধারণ সম্পাদক আবু সাঈদ, মহানগর সভাপতি শহিদুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, কৃষকদলের জেলা আহবায়ক সাদেকুর রহমান, মহিলাদলের জেলা সভানেত্রী ফরিদা পারভীন, মহানগর সভানেত্রী খালেদা আতিক, সাধারন সম্পাদিকা আতিয়ার ফাইরোজ মলি, ওলামাদলের যুগ্ম আহবায়ক হাফেজ ফয়েজ উল্লাহ উপস্থিত ছিলেন। কর্মসুচীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের দেড় সহস্রাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন। এদিকে তারাকান্দায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন কর্মসুচীতে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। ##