নোয়াখালীতে নারীর দ্বিখণ্ডিত লাশ উদ্ধার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়ন থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ থেকে একটু দূরে কাটা মাথাটি উদ্ধার করা হয়েছে।

বুধবার (০৭ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে জাহাজমারা গ্রামের একটি বিলের মাঝ খান থেকে লাশটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে স্থানীয় বাসিন্দারা হাতিয়া, রামগতি, সদর ও সুবর্ণচরের সীমান্তবর্তী সুবর্ণচর উপজেলার জাহাজমারা গ্রামের একটি বিলের মাঝখানে একটি লাশ দেখা যায়। পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিষয়টি থানায় অবগত করা হয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন জানান, খবর পেয়ে প্রথমে অজ্ঞাতপরিচয় ওই নারীর মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়। পরে লাশ থেকে কিছু দূরে ওই বিল থেকেই তার কাটা মাথাটি উদ্ধার করা হয়েছে। এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

Share this post

scroll to top