ময়মনসিংহে ২৫১টি পরিবারকে বিশুদ্ধ পানি দিচ্ছে সিটি কর্পোরেশন ও ব্র্যাক

ইলিয়াস আহমেদ : ময়মনসিংহে দরিদ্র জনগোষ্ঠির ২৫১টি পরিবারকে বিশুদ্ধ ও পর্যাপ্ত পানির আওতায় এনেছে সিটি কর্পোরেশন ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম। নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বলাশপুর আবাসন ও মুক্তিযোদ্ধা পল্লীতে পানির এ সংযোগ দেয়া হয়।

বুধবার সকালে সিটি মেয়র ইকরামূল হক টিটু ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর আব্বাস আলী মন্ডল, সংরক্ষিত কাউন্সিলর শামীমা আক্তার এবং ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের কো-অর্ডিনেটর মোস্তাক আহম্মেদ প্রমূখ।

প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে সাবমার্সিবল পাম্পের মাধ্যমে উত্তোলিত পানি ২৫১টি পরিবারের মাঝে পৌঁছে যাবে। পানির সুবিধা ভোগ করবে ১হাজারেরও অধিক মানুষ। পর্যায়ক্রমে অন্যান্য এলাকায় এ কার্যক্রম বাড়ানো হবে।

Share this post

scroll to top