নিয়ম বদল করে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথকে বিপিএল খেলার অনুমতি দিয়েছে বিসিবি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠ মাতাবেন তিনি। তার ঢাকায় আসার দিনক্ষণও চূড়ান্ত হয়েছে। বিপিএলের শুরু থেকেই খেলার কথা রয়েছে তার।
কুমিল্লা কোচ মোহাম্মদ সালাউদ্দিন গতকাল সন্ধ্যায় জানিয়েছেন, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অস্ট্রেলিয়ান রিক্রুট স্টিভেন স্মিথ রাজধানী ঢাকায় পা রাখবেন ৪ জানুয়ারি। তার কথায়, ‘আশা করছি কুমিল্লার হয়ে ৬ জানুয়ারি শেরেবাংলায় প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে মাঠে নামবেন সাবেক অসি অধিনায়ক স্টিভেন স্মিথ।’
এ দিকে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে শুরু থেকেই ব্যাট হাতে শেরেবাংলা, সিলেট ও চট্টগ্রামে ঝড় তুলতে দেখা যাবে ক্রিস গেইলকে।
রংপুর রাইডার্স টিম ম্যানেজমেন্ট সূত্র অনুযায়ী, ‘৪ না হয় ৫ জানুয়ারি ঢাকা আসছেন ক্রিস গেইল। ৪ জানুয়ারি এলে ৫ জানুয়ারি শেরেবাংলায় চিটাগাং ভাইকিংসের বিপক্ষে প্রথম ম্যাচেই খেলবেন গেইল। আর ৫ তারিখে এলে দ্বিতীয় ম্যাচে ৬ জানুয়ারি খুলনা টাইটান্সের বিপক্ষে খেলবেন তিনি।
বিদেশী ক্রিকেটারদের মধ্যে সবার আগে আসছেন আন্দ্রে রাসেল। গতবারের রানার্সআপ ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলতে আজ রাজধানীতে পা রাখবেন এ ক্যারিবীয় অলরাউন্ডার। আগামীকাল ঢাকার অপর দুই ওয়েস্ট ইন্ডিজ রিক্রুট সুনিল নারিন ও কাইরান পোলার্ডও আসার কথা রয়েছে।
ঢাকার কো-অর্ডিনেটর সাইফুল বলেন, ‘৩ জানুয়ারির মধ্যে আমাদের পাঁচজন বিদেশী ক্রিকেটার চলে আসবেন। তার মধ্যে পেস বোলিং অলরাউন্ডার আন্দ্রে রাসেল এসে পৌঁছবেন ২ জানুয়ারি। সুনিল নারিন ও কাইরন পোলার্ড আসবেন ৩ তারিখ।’