তানিউল করিম জীম , বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মির্জা আবুল হাশিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
মঙ্গলবার (৬ অক্টোবর)শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারি এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এনামুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, সোমবার (৫ অক্টোবর) বিকাল ৫টা ৪৫ মিনিটে ঢাকা ইউনাইটেড হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিলো ৬১ বছর।
কর্মজীবনে তিনি সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন এবং গত ১৫ জুন থেকে অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ড. মির্জা আবুল হাশিম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২ সালে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) এবং ১৯৮৩ সালে সার্জারি বিভাগে এমএসসি ডিগ্রি অর্জন করেন। এছাড়া ১৯৯২ সালে যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর শতাধিক প্রকাশনা বিভিন্ন গবেষণাপত্রে প্রকাশিত রয়েছে।
ড. মির্জা আবুল হাশিম ১৯৮৫ সালে সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের একজন প্রভাষক হিসেবে চাকরি জীবন শুরু করেন। তিনি ১৯৯৮ থেকে ২০০০ সাল এবং ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত দুইবার উক্ত বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হসপিটালের পরিচালক হিসেবে ২০০৭-২০০৯ পর্যন্ত দায়িত্ব পালন করেন।
পেশাগত জীবনে সাফল্যের স্বীকৃতি স্বরূপ ভূষিত হয়েছেন অসংখ্য পুরষ্কারে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো দুইবার কমনওয়েলথ স্কলারশিপ অর্জন।