রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মেয়ের সঙ্গে ঝগড়া করে মালা বেগম (৪০) নামের এক মা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ছোটভাকলা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মালা বেগম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মালীপাড়া গ্রামের শহীদ মিয়ার স্ত্রী।
প্রতিবেশীরা জানান, শহীদ মিয়া দীর্ঘদিন ধরে সিলেটে থেকে কাজ করেন। কিন্তু তিনি বাড়িতে ঠিকমতো টাকা-পয়সা পাঠান না। যে কারণে স্বামী পরিত্যক্তা মেয়ে বন্যা (২২) এবং একমাত্র ছেলে বাঁধনকে (১২) নিয়ে মালা বেগম খুব কষ্টে দিনাতিপাত করেন। অভাবের সংসারে বন্যার সঙ্গে তার মায়ের সংসারের খুঁটি-নাটি বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই ঝগড়াবিবাদ লেগে থাকে।
এর আগেও মালা বেগম মেয়ের সঙ্গে এমন ঝগড়ার কারণে মনের দুঃখে গলায় রশি নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। কিন্তু লোকজন দেখে ফেলায় সে যাত্রায় প্রাণে বেঁচে যায় মালা বেগম। রোববার মা ও মেয়ের মধ্যে বিকালে রান্না করাকে কেন্দ্র করে তুমুল ঝগড়া হয়। এতে মালা বেগম প্রচণ্ড মনঃকষ্ট ও আবেগের বশবর্তী হয়ে নিজের ঘরেই ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি আবদুল্লাহ আল তায়াবীর বলেন, অভাব ও পারিবারিক কলহের কারণে মালা বেগম আত্মহত্যা করেছেন বলে জেনেছি। থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।