কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের সদর উপজেলার কামালিয়াচর এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন পাকুন্দিয়া উপজেলার মঠখোলার তালদিয়া গ্রামের আব্দুল হামিদের স্ত্রী জরিনা বেগম (৭০), মাজহারুল ইসলাম নয়নের স্ত্রী জেসমিন আক্তার(৩০) ও গিয়াসউদ্দীনের ছেলে বুলবুল মিয়া(৪৫)।
সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ও শিশুসহ দুইজন। আহতরা হলেন মাজহারুল ইসলাম নয়নের মেয়ে জারা ইসলাম (২) ও মতিন মিয়ার স্ত্রী মুক্তা খাতুন(৪৫)। আহতদেরকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার কামালিয়াচর এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জরিনা বেগম ও জেসমিন আক্তার নিহত হন। হাসপাতালে নেওয়ার পর বুলবুল মিয়া মারা যান।