নেত্রকোনার পূর্বধলায় মোবাইল ফোনে নেটওয়ার্ক না পাওয়ায় দুর্ভোগে ১০ গ্রামের কয়েক হাজার মানুষ। তারা মোবাইলের মাধ্যমে কারো সঙ্গে যোগাযোগ করতে না পারায় নানা ধরনের বিড়ম্বনায় পড়ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার জারিয়া, ঘাগড়া ও আগিয়া ইউনিয়নের সংযোগস্থল মৌদাম, টিকুরিয়া, পদুরকান্দা, কান্দাপাড়া, বেড়াইল, নোয়াগাঁও, উদুয়ারকান্দা, রামকান্দা গ্রামসহ ১০টি গ্রামে নেটওয়ার্ক সমস্যা দীর্ঘদিনের। গ্রামগুলোতে জনসংখ্যার ঘনত্ব বেশি থাকায় মোবাইলের অনেক গ্রাহক রয়েছে। কিন্তু এখানে কোনো মোবাইল ফোনের টাওয়ার না থাকায় নেটওয়ার্ক নেই। ফলে ফোন কল বা ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে না।
শিক্ষাপ্রতিষ্ঠানে ই-লার্নিংসহ বেশির ভাগ কাজ এখন ইন্টারনেটভিত্তিক। পোস্ট ই-সেন্টারে অনলাইন ব্যাংকিং, চাকরিসহ বিভিন্ন আবেদন, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, পরীক্ষার ফলাফল ও বিভিন্ন নাগরিকসেবা রয়েছে। ক্লিনিকেও ই-চিকিৎসা ব্যবস্থা আছে। কিন্তু নেটওয়ার্ক গতিশীল না থাকায় এসব সেবা থেকে বঞ্চিত হচ্ছে গ্রামগুলোর কয়েক হাজার মানুষ। তারা জরুরি কোনো খবরাখবর আদান-প্রদান করতে পারছে না।
স্থানীয়রা জানায়, মৌদাম গ্রামে টাওয়ার স্থাপনের জন্য স্থানীয়ভাবে প্রয়োজনীয় জায়গা পাওয়া যাবে। মৌদাম বাজারের ব্যবসায়ী শামছুল হক মণ্ডল ও রাকিব হোসেন বাচ্চু বলেন, ‘ব্যাবসায়িক প্রয়োজনে অনেকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতে হয়। কিন্তু নেটওয়ার্ক না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম বলেন, এখানে মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকায় শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ বা অনলাইন ক্লাস করতে পারছি না। তা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের নানা কাজ নিয়েও বিপাকে পড়তে হচ্ছে। তাই এখানে একটি টাওয়ার স্থাপনের দাবি জানাচ্ছি।’