রাশিয়ার ম্যাগনিতোগোরস্কে একটি বাস দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে গেলে তারা প্রাণ হারান। বুধবার স্থানীয় সংবাদমাধ্যমে একথা বলা হয়েছে। খবর সিনহুয়ার।
মঙ্গলবার রাতে একটি আবাসিক এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। সোমবার এ আবাসিক এলাকায় একটি ভবন ধসে পড়ে। ওই ঘটনায় অন্তত নয়জনের মৃত্যু হয়েছে ও আরো ৩০ জন নিখোঁজ রয়েছেন।
চেলিয়াবিনস্ক অঞ্চলের গভর্নরের বরাত দিয়ে বার্তা সংস্থা স্পুটনিক জানায়, ‘ম্যাগনিতোগোরস্কে কার্ল মাক্স স্ট্রিট ও প্রাভদা স্ট্রিট মোড়ে একটি গাড়িতে আগুন ধরে যায়। গাড়িতে তিনজন আরোহী ছিলেন। আরোহীদের সবাই প্রাপ্ত বয়স্ক। গাড়িতে দুটি গ্যাস সিলিন্ডার ছিল।’
স্থানীয় স্বরাষ্ট্র বিভাগ জানায়, গাড়ির গ্যাস সিলিন্ডারের ত্রুটির কারণেই এই অগ্নিকাণ্ড ঘটে।