আদালতের নির্দেশে বাসায় ফিরেছেন সাবেক অ্যাটর্নি জেনারেল কে এস নবীর দুই নাতি। গতকাল শনিবার মধ্য রাতে হাইকোর্টের একটি বেঞ্চের মৌখিক রুলের পরিপ্রেক্ষিতে ধানমন্ডি থানা-পুলিশ তাদের পৌঁছে দেন।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন মিয়া বলেন, কে এস নবীর মৃত্যুর পর সহায় সম্পত্তি নিয়ে ঝামেলা শুরু হয়। গত ২ অক্টোবর কে এস নবীর বড় ছেলে রেহান নবী তাঁর ছোট ভাই সিরাজুন নবীর সন্তানদের ধানমন্ডির বাসায় ঢুকতে দিচ্ছিলেন না। সিরাজুন নবী (৪৪) গত ১০ আগস্ট মারা যান।
বিজ্ঞাপন
ওসি ইকরামকে গতকাল শনিবার রাতে বিচারপতি আবু তাহের ও মো. সাইফুর রহমান মৌখিক রুল দেন। তার পরিপ্রেক্ষিতে পুলিশ রাতে কে এস নবীর দুই নাতি ও তাদের মাকে বাসায় তুলে দিয়ে আসে। সেখানে নজরদারি আছে পুলিশের।
পুলিশ আরও জানায়, সিরাজুন নবীর সঙ্গে তাঁর স্ত্রীর বিচ্ছেদ ঘটেছিল। সন্তানদের নিয়ে মা কে এস নবীর ধানমন্ডির বাসায় থাকছিলেন। এটা নিয়ে পরিবারে সমস্যা হচ্ছিল। অন্যদিকে দুই শিশু সন্তান মাকে ছাড়া থাকতে রাজি হচ্ছিল না।