মাদারীপুরে আ’লীগ প্রার্থী মুনির বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

আসন্ন মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মুনির চৌধুরীকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

রোববার সকালে রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান এ ঘোষণা দেন।

এর আগে শনিবার ছিল জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। মুনির চৌধুরী মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি। সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. মিয়াজ উদ্দিন খানের মৃত্যুতে আগামী ২০ অক্টোবর এ জেলায় উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মাদারীপুর সহকারী রিটার্নিং কর্মকর্তা বিকাশ চন্দ্র দে বলেন, শনিবার ছিল জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

রোববার সকালে জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগ প্রার্থী মুনির চৌধুরীকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। সব নথিপত্র গেজেটের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Share this post

scroll to top