সিলেটে আবারও কিশোরী ধর্ষণের অভিযোগ

সিলেট নগরীতে আবারও এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে নগরের দাঁড়িয়াপাড়া এলাকায় রাকিব হোসেন নিজু (২০) নামের এক তরুণ ১৩ বছর বয়সি এ কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন ভিকটিমের মা।

শনিবার (৩ অক্টোবর) সকালে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত নিজু সিলেটের মদন মোহন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

ওই কিশোরীর পরিবারের অভিযোগ, গত বুধবার (২৯ সেপ্টেম্বর) মেয়েটিকে ধর্ষণ করে ওই তরুণ।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিক্রম কর সম্রাট জানান, মুরারিচাঁদ কলেজ (এমসি কলেজ) ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে নববধূকে গণধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এরকম একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি সম্ভবত ২/৩ দিন আগে ঘটেছে। অভিযুক্ত তরুণটি দাড়িয়াপাড়া এলাকায় ভাড়া থাকে। আর কিশোরী নগরের আরেকটি এলাকায় থাকে। এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন ভিকটিমের পরিবার।

ওসি মো. সেলিম মিঞা জানান, এ ঘটনায় মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দাখিল করেছেন কিশোরীর মা। আর কিশোরীকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

Share this post

scroll to top