প্রস্তুত হচ্ছেন ক্যাটরিনা

বলিউড ডিভা ক্যাটরিনা কাইফ। করোনা মহামারির কারণে গত মার্চ থেকে শুটিং বন্ধ থাকায় ঘরেই ছিলেন। তবে এখন তার পরবর্তী সিনেমার জন্য প্রস্তুতি শুরু করেছেন তিনি।

আলী আব্বাস জাফর পরিচালিত একটি সুপারহিরো সিনেমায় অভিনয় করবেন ক্যাটরিনা। এর আগে এই নির্মাতার ‘মেরি ব্রাদার কি দুলহান’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ভারত’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

সিনেমা প্রসঙ্গে পরিচালক আলী আব্বাস জাফর বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারি থেকে শুটিং শুরু করব। ক্যাটরিনা ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন। কিন্তু এই সুপারহিরো সিনেমার শুটিং ‍শুরু আগে তার আরো কয়েকটি কাজ শেষ করতে হবে।’

দুটি অংশে এই সিনেমা মুক্তি পাবে। সিনেমার কাজের জন্য বর্তমানে তার টিমের সঙ্গে দুবাই রয়েছেন আলী আব্বাস জাফর। এই নির্মাতা বলেন, ‘হ্যাঁ, এখন আমার টিমের সঙ্গে আমি দুবাইয়ে কাজ করছি। আমরা ইন্টারন্যাশনাল টিমকে নিয়ে কাজ করব। কিন্তু করোনা মহামারির কারণে ভ্রমণে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। তাই তারা সহজে ভারতে ভ্রমণ করতে পারবে না। সবকিছু স্বাভাবিকভাবে করার জন্য আমরা দুবাইয়ে অবস্থান করছি।’

ক্যাটরিনার পরবর্তী সিনেমা ‘সূর্যবংশী’। এছাড়া ‘ফোন ভূত’ সিনেমা দেখা যাবে তাকে।

Share this post

scroll to top