ময়মনসিংহের সদর উপজেলার কাউনিয়ায় ৮ম শ্রেণির ছাত্রী ধর্ষণের প্রতিবাদ এবং বখাটে ধর্ষক সুমিজ হোসেন সজিবকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত কাউনিয়া গ্রামের ময়মনসিংহ-পিয়ারপুর রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় ছাত্র সমাজ, যুব সমাজ ও নারী শিশুসহ কয়েক’শ লোক অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. মিরাজ আলী, অষ্টধর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মেম্বার জিয়াউর রহমান, সাবেক মেম্বার শামছুল হক, শিক্ষক নাসির হোসেন, স্থানিয় চিকিৎসক হাবিবুর রহমান হাবিব, সমাজসেবক তারিকুল ইসলাম, বায়োগ্যাস ও জৈবসার কর্মসূচীর ম্যানেজার নবীন হেসেন প্রমূখ। এ সময় বক্তারা বলেন, গত ১১ সেপ্টেম্বর ২০২০ কাউনিয়া গ্রামের আব্দুর রহিমের বখাটে ছেলে সুমিজ হোসেন সজিব ওই শিক্ষার্থীকে ফুসলিয়ে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিক বার ধর্ষণ করে। এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০০ এর ৯(১) একটি মামলা হয় মামলা নং-৭৩(৯) ২০২০। পুলিশ অদ্যবধি মামলার আসামি সজিবকে গ্রেফতার করতে পারেনি। বক্তারা বখাটে সজিবকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তারা বলেন, বখাটে সজিবের পিতা আব্দুর রহিম, তার জেঠা লিয়াকত আলী ও ভাই উজ্জল মিয়া ধর্ষিতার পরিবারকে হুমকি ধামকি দিচ্ছে। তারা এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এদিকে আসামি সজিবের পরিবারের লোকজন প্রভাবশালী এবং বিত্তবান হওয়ায় প্রতিনিয়ত ধর্ষিতার পরিবারকে মামলা উঠিয়ে নিতে হুমকি ধামকি দেয়া হচ্ছে। বর্তমানে ভিকটিমের পিতা-মাতাসহ পরিবারের লোকজন আতঙ্কে রয়েছেন। ভিকটিমের মা মনোয়ারা বেগম ও বাবা বাদল মিয়া জানান, তারা ন্যায় বিচার পাওয়ার জন্য মামলা করলেও পুলিশ আসামী ধরছে না। আসামি গা-ঢাকা দিলেও পালিয়ে থেকেই তাদের লোকজন দ্বারা তাদেরকে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে। এ ব্যাপারে পুলিশের উর্ধ্বতন দৃষ্টি ও সহযোগিতা কামনা করেন তারা