ময়মনসিংহের গফরগাঁওয়ে ইমাম হত্যায় জড়িত থাকায় দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে গাজীপুর জেলার শ্রীপুর থানার বরমী এলাকা থেকে সিরাজ শেখ (২৫) ও সুজন মিয়া (২৫) নামে এ ২জনকে আটক করা হয়।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর গফরগাঁও উপজেলার পাগলা থানার বেলদিয়া গ্রামে প্রতিদিনের মত আজিম উদ্দিন এলাকার সাধুয়া মসজিদে এশার নামাজে ইমামতি করে বাড়ির দিকে রওনা হন। পরে স্থানীয়রা রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। এঘটনার পরদিন ইমাম সিরাজ শেখের স্ত্রী বিলকিছ খাতুন বাদি হয়ে পাগলা থানায় মামলা দায়ের করে। সেই মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে আসামীদেরকে গ্রেফতার করে পুলিশ। আসামীরা আদালতে সিরাজ শেখ হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন। ২০ বছর ধরে সাধুয়া জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন আজিম উদ্দিন।