ময়মনসিংহে বিভিন্ন সেচ্ছাসেবী সংস্থাসমূহের মাঝে চেক বিতরণ করেছে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ময়মনসিংহ জেলা সমাজকল্যাণ কার্যালয়ে চেক বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় ২৪ টি সংস্থার মাঝে প্রায় পাঁচ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক তাহমিনা আক্তার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আবদুল্লাহ মো. ওয়ালী উল্লাহসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
চেক বিতরণ শেষে পরিচালক তাহমিনা আক্তার বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাসমূহ দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সরকারের অনুদান যথাযথ প্রক্রিয়ায় দেশের উন্নয়নে ব্যবহার করতে সংস্থাসমূহের প্রতি আহ্বান জানান।