প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে নগরীর কালিবাড়িতে অবস্থিত দলটির নিজস্ব কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, য়ুগ্ন সাধারন সম্পাদক এম এ কুদ্দুছ, কাজী আজাদ জাহান শামীমসহ জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।