ময়মনসিংহে সেফটিক ট্যাংকে কাজ করতে গিয়ে দু’জনের মৃত্যু

Seftic-tenkময়মনসিংহে নির্মাণাধীন সেফটিক ট্যাংকে কাজ করতে গিয়ে বাড়ির মালিক ও এক নির্মাণ শ্রমিকসহ দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে র ময়মনসিংহের গৌরীপুরে উপজেলার সিধলা ইউনিয়নের বেলতলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সিধলা ইউনিয়নের বেলতলী গ্রামের জালাল উদ্দিনের ছেলে কামাল মিয়া (৩২) ও বেলতলী গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে নির্মাণ শ্রমিক মমিনুল হক (৩৩)।

জানা যায়, সম্প্রতি নিজ বাড়ির নির্মাণ কাজ শুরু করেন কামাল মিয়া। করোনা পরিস্থিতিতে কিছুদিন কাজ বন্ধ রেখে শনিবার বাড়ির সেফটিক ট্যাংকে পুনরায় কাজ শুরু করেন। ওইদিন নির্মাণ শ্রমিক মমিনুল হক সেফটিক ট্যাংকে নামার পর ভেতর থেকে উঠে না আসায় কামাল মিয়া তাকে উদ্ধার করতে ট্যাংকের ভেতরে নামেন। এসময় দুজনেই ট্যাংকের ভেতর আটকা পড়ে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবার ও স্থানীয় লোকজন তাদের দুইজনকে ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই দুজনের মৃত্যু হয়।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, সেফটিক ট্যাংকের ভেতরে নেমে কাজ করতে নেমে নির্মাণ শ্রমিক ও বাড়ির মালিকের মৃত্যু হয়েছে। অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করে আসা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Share this post

scroll to top