টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে শেরপুরের নালিতাবাড়ীতে আবারো বাড়ছে নদীর পানি। এদিকে ভারতের মেঘালয় থেকে নেমে আসা চেল্লাখালী ও ভোগাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে চেল্লাখালী নদীর পানি বেড়ে বিপদসীমার ১৪৮ সে.মি. ও ভোগাই নদীর পানি বেড়ে বিপদসীমার ৫২ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে ভোগাই নদীর তীরবর্তী বাঁধ ভেঙে নালিতাবাড়ী পৌরশহরসহ উপজেলার চারটি গ্রাম আবারো নতুন করে প্লাবিত হয়েছে।