প্রশাসন ক্যাডারের তিন সহকারী কমিশনারকে পদায়নের জন্য দেশের বিভিন্ন বিভাগীয় কমিশনার কার্যালয়ে তাদের চাকরি ন্যস্ত করা হয়েছে। তাদের মধ্যে চাপাঁইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোছা. জিনিয়া জামানকে সহকারী কমিশনার পদে পরবর্তী পদায়নের জন্য ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে চাকরি ন্যস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।