নান্দাইলে বৈদ্যুতিক তারের মাধ্যমে শিয়াল মারতে গিয়ে নিজেই মারা গেলেন যুবক

Dead লাশ নিহত killময়মনসিংহের নান্দাইল উপজেলায় মুরগি খামারে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে শাহ-আলম (২৪) নামের এক শ্রমিক বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার কামালপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

শাহ-আলম উপজেলার কামালপুর গ্রামের নূর হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, শাহ-আলম একই গ্রামের তোফায়েল আহম্মেদের মুরগির খামারে কাজ করতেন। শিয়ালের উপদ্রব থেকে মুরগি বাঁচাতে মালিক খামারের চারদিকে বিদ্যুতের তার দিয়ে ফাঁদ পেতে রাখেন। বৃহস্পতিবার দুপুরে ওই ফাঁদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুতায়িত হন শাহ-আলম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিকেলে জানাজা শেষে সেখানে হাজির হয় পুলিশ। তারা সুরতহালের পর ময়নাতদন্তের জন্য শাহ আলমের লাশ কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠায়।

নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান জানান, শাহ-আলমের মৃত্যু নিয়ে রহস্য থাকায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Share this post

scroll to top