শান্তির কাফেলা বাংলাদেশ এর উদ্যোগে ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার প্রদান

shantir-Kafelaময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় এবং রেলস্টেশন এলাকায় সামাজিক দূরত্ব মেনে কিছু অসহায় ক্ষুধার্তদের মুখে খাবার তুলে দেয়ার কাজটি করেছে মান্তির কাফেলা বাংলাদেশ নামীয় একটি সংগঠন। আয়োজকদের মতে, এটিই তাদের প্রথম প্রথম ইভেন্ট ছিল। এবং তাতে তারা সফল হয়েছেন বলে আমা প্রকাশ করেন।

সংগঠনের ভলান্টিয়ার, কমিটি মেম্বার্স, ডোনেটরস, শুভানুধ্যায়ীসহ সকল উৎসাহ-প্রদানকারীদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সংগঠনটির কর্মকর্তারা। খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Fame BD Band এর মিউজিসিয়ান এবং গিটারিস্ট Shumon Fame। আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ রিদওয়ান আল হাসান এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। এভাবে নিঃস্বার্থ হয়ে মানবতার সেবায় অংশগ্রহণ করতে পেরে নিজেদের উদ্যোগ একদিন আলোর মুখ দেখবে বলেও আশা প্রকাশ করেন।

Share this post

scroll to top