চিত্রনায়িকা নুসরাত ফারিয়া মাজহার বিয়ের পর অস্ট্রেলিয়ায় স্থায়ী হচ্ছেন।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিজেই জানিয়েছেন তিনি।
ফারিয়া বলেন, আমরা ডিসেম্বরের শেষের দিকে বিয়ে করব, আশা করি সেই সময়ের মধ্যে পরিস্থিতি আরো ভালো হয়ে উঠবে। এরপর অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়ার পরিকল্পনা করছি।
ওই সাক্ষাৎকারে নুসরাত আরও জানান, এবারের জন্মদিনে হবু স্বামী তাকে নীল হীরার আংটি উপহার দিয়েছেন।
গেল মার্চে বাগদান সেরেছেন তিনি। প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন ডিসেম্বরের শেষের দিকে।
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ১৯৯৩ সালের ৮ সেপ্টেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। মিডিয়াতে ক্যারিয়ার শুরু করেন আরজে হিসেবে।