ঢাকাWednesday , 23 September 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ‘জেএমবি সদস্য’ গ্রেপ্তার

Link Copied!

RABময়মনসিংহে অভিযান চালিয়ে আবু বকর সিদ্দিক (৩৩) নামের এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ র‌্যাব-১২-এর সদস্যরা। এ সময় দুটি উগ্রবাদী বই, নয়টি লিফলেট, একটি মোবাইল ফোন ও দুটি সিম উদ্ধার করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ র‌্যাব-১২-এর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আটককৃত আবু বক্কর নতুন সদস্য সংগ্রহ, তাদের মাঝে লিফলেট বিতরণ ও নিয়মিত চাঁদা দেয়ার কাজ করতেন।

গ্রেপ্তার হওয়া আবু বকর সিদ্দিক ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার চন্দারচর গ্রামের বাসিন্দা।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ধোবাউড়া উপজেলায় নব্য জেএমবি কাজের সঙ্গে লিপ্ত ছিলেন আবু বকর সিদ্দিক। তিনি নতুন সদস্য সংগ্রহ করে তাদের মধ্যে লিফলেট বিতরণ ও নিয়মিত চাঁদা আদায় করে আসছিলেন। গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম ও সদর কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমানের নেতৃত্বে র‌্যাব-১২ সদস্যরা ধোবাউড়া বাজারে জঙ্গিবাদবিরোধী অভিযান চালায়। এ সময় জেএমবি সদস্য আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার এবং নিষিদ্ধঘোষিত দুটি উগ্রবাদী জিহাদি বই, নয়টি জিহাদি লিফলেট, একটি মোবাইল ফোন ও দুটি সিম উদ্ধার করা হয়।

এ ঘটনায় ধোবাউড়া থানায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৬(২) এর (ই) (ঈ) /১০/১২/১৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র‌্যাব-১২।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।