নেত্রকোনার দুর্গাপুরে সরকার নির্ধারিত মূল্যে বালু, পাথরের খাজনা নেয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপজেলা পরিষদ চত্বরে দুর্গাপুর বালু পাথর ও মিনি ট্রাক ব্যবসায়ীদের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ইজারাদাররা খেয়াল খুশিমতো বালু পাথরের খাজনা উত্তোলন করে আসছে। তারা সরকার নির্ধারিত মূল্য না নিয়ে অতিরিক্ত খাজনা আদায় করায় ব্যাবসায় ক্ষতি হচ্ছে। সরকার প্রতিবছর সোমেশ্বরী নদীতে পাঁচটি ঘাটের মাধ্যমে বালু উত্তোলনের ইজারা দিলেও পাথরের কোন ইজারা হয় না। তারপরও ১ ও ২ বালুঘাটসহ সব ইজারাদাররা অবৈধভাবে পাথরের ইজারা উত্তোলন করে আসছে । যা পুরোপুরি অবৈধ ও চাঁদাবাজি শামিল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বালু ব্যবসায়ী গোলাম ফাহমি ভুইয়া, মিনি ট্রাক মালিক সমিতির আহবায়ক মোরশেদুল হক মুকুট, যুগ্ন-আহবায়ক মোমেন ইবনে ষ্ট্যালিন, হালিম তালুকদার, রুক্কু মিয়া, সুমন তালুকদার প্রমুখ।