কখনো পেটের ভিতর কখনো সেন্ডেলের সোলে কখনো বা শরীরে আবার কখনো বা গাড়ির সীটের নীচে লুকিয়ে মাদক পাচারের খবর আনেক পুরনো হলেও পাল্টে গেছে এসব সেকেলে ধরন। এবার গাড়ির স্টিয়ারিং করে ইয়াবা পাচারের ঘটনা ধরা পড়েছে গোয়েন্দা পুলিশের জালে। এরকম একটি চালান ধরে ফেলেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ। আজ সকালেই ময়মনসিংহ কোতুয়ালী থানা এলাকার একটি সড়ক থেকে তিন শত ইয়াবা বড়ি আর আড়াই’শ গ্রাম গাজাসহ ধরে ফেলেছে দুই মাদক ব্যবসায়িকে।
ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের ওসি মো শাহ কামাল আকন্দ অভিনব এই মাদক পাচারের ঘটনার কথা নিশ্চিত করেছেন।
ওসি বলেন, মাদক পাচারের অভিনব কৌশলটি এই প্রথম। পুলিশের কাছে খবর ছিল ইয়াবার চালান নিয়ে একটি প্রাইভেটকারে সদর উপজেলার চুরখাই হইতে পাড়াইলগামী পাকা রাস্তায অবস্থান নিয়েছে। পুলিশ আগে থেকেই ওৎপেতে ছিল। গাড়ি তন্নতন্ন করে খুজেও কোন মাদক পাওয়া যাচ্ছিল না। মাদক না পাওয়া ব্যবসায়ীরা এক পর্যায়ে পুলিশ উল্টো চ্যালেঞ্চ করে বসে।
এসময় প্রাইভেটকারের স্টিয়ারিংয়ের রাবারের কভার অস্বাভাবিক মোটা দেখে সেখানে তল্লাশী চালায় পুলিশ। আর তাতেই বেড়িযে আসে তিন”শ ইয়াবা বড়ি আর আড়াই”শ গ্রাম গাজা। গ্রেফতার করা হয় দুই মাদক ব্যবসায়ি মোঃ সাখাওয়াত হোসেন ও মোঃ হামিদুল ইসলামকে। এসময় মাদক পরিবহনের দায়ে জব্দ করা হয় প্রাইভেট কারটি। পুলিশের এই কর্মকর্তা বলেছেন, এটি ছিল টেস্টিং চালান। ধরা না পড়লে আরো বড় চালান পরিবহনের পরিকল্পনা ছিল মাদক ব্যবসায়ীদের।
অন্যদিকে দুপুরে ভালুকার মল্লিকবাড়ী এলাকা থেকেও রনি হাওলাদার ও আব্দুল করিম নামে দুই ব্যবসায়ীকে মাদকসহ গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা সবাই আন্তজেলা মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ ।