বেতন বাড়ানোর দাবিতে ময়মনসিংহে তৃতীয় শ্রেণী কর্মচারীদের সম্মেলন

ময়মনসিংহে তৃতীয় শ্যেণি কর্মচারি সম্মেলনময়মনসিংহে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত তৃতীয় শ্রেণী কর্মচারীদের গ্রেড পরিবর্তন, বেতন বৃদ্ধির ও গভর্নিং বডিতে তাদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার নেতারা।

জেলা শাখার সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় শনিবার দুপরে ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর ময়মনসিংহ অঞ্চলের পরিচালক আজহারুল হক আজু, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ড. এ কে এম আব্দুর রফিক, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ মোস্তফা ভুঁইয়া, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোকছেদুল মোমেন সবুজ, এম এ হান্নান দেওয়ানী, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াছ কাঞ্চন, সহ-অর্থ সম্পাদক মিজানুর রহমান, জেলা শাখার আহ্বায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আজহারুল আমিন, মহানগর শাখার সভাপতি সায়েদুল ইসলাম, সাধারণ সম্পাদক দেবজিৎ সাহা নির্বাচিত হয়েছেন।

Share this post

scroll to top