রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে আইসিইউতে নেয়া হয়েছে। কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার পর ৪ সেপ্টেম্বর থেকে তিনি হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন।
শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটলে শুক্রবার সকালে তাকে আইসিইউতে নেয়া হয়।
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক শুক্রবার যুগান্তরকে বলেন, আজকে হঠাৎ উনার পালস রেট বেড়ে গিয়েছিল। এই প্রবলেমটা নাকি উনার আগে থেকেই ছিল। ডাক্তারকে সেটা উনি বলেননি। এটাকে ট্রিট করার জন্য উনাকে আইসিইউতে নেয়া হয়েছে। ওষুধ দেয়ার পর কমেছে।
কয়েকজন আইনজীবী বলেন, ৩ সেপ্টেম্বর রাতে অ্যাটর্নি জেনারেল জ্বর বোধ করেন। পরদিন সকালে তার করোনভাইরাস শনাক্ত হয়। সেদিন তিনি সিএমএইচ হাসপাতালে ভর্তি হন।
গতকাল পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল।
৭১ বছর বয়সী মাহবুবে আলম ২০০৯ সাল থেকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে রয়েছেন। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক এই সভাপতি ১৯৭৫ সালে হাইকোর্টে আইন পেশায় যুক্ত হন।