রাজধানী ঢাকার ভাটারা ঢালীবাড়ী বালুরমাঠ এলাকায় মনিরা (২৭) নামে এক গৃহবধূকে হত্যার পর তার স্বামী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছে পুলিশ। গৃহবধূর স্বামী দিলীপ মারগ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত মনিরা ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার বালিগাও গ্রামের মৃত এডিওয়াট ডং এর মেয়ে। তিনি বর্তমানে ভাটারার ঢালীবাড়ী বালুর মাঠ এলাকায় স্বামী ও এক ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে ভাটারা ঢালীবাড়ী বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রাত আড়াইটার দিকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান পারভেজ জানান, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে ঢালীবাড়ী এলাকায় স্ত্রীকে হত্যা পর স্বামী ধারালো অস্ত্র দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করছেন এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে মনিরাকে মৃত অবস্থায় পাই। পরে মনিরার স্বামীকে আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি জানান, ওই দম্পতির প্রতিবেশীর মাধ্যমে জেনেছি, দিলীপ অটোরিকশা চালক। তাদের ১০ মাসের একটি সন্তান আছে। প্রায়ই পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো। গত রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী দিলীপ স্ত্রীকে ভারী কিছু দিয়ে মাথা ও কপালসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান মনিরা। এর পরপরই দিলীপ ধারালো অস্ত্র দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন।
দিলীপকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ হলে ঘটনার আরও বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান এসআই হাসান।