নারায়ণগঞ্জের পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে দগ্ধ ৫ জনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাদের মধ্যে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আসিয়ান ডাঙ্গরী গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে মো. ফরিদও (৫৫) দগ্ধ হয়েছেন। তিনিও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন ও আইসিইউতে আছেন। এখনও তিনি শঙ্কামুক্ত নন। এমন তথ্য জানিয়েছেন বার্ন ইন্সটিটিউটের প্রধান সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আসিয়ান ডাঙ্গরী গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে মো. ফরিদের (৫৫) শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। আইসিইউ’র ২০ নম্বর বেডে চিকিৎসাধীন তিনি। গ্রামে কৃষিকাজ করতেন দুই ছেলে ও দুই মেয়ের এই জনক। তার স্ত্রী রীনা বলেন, ঘটনার আগের দিন বৃহস্পতিবার নারায়ণগঞ্জের তল্লায় মেয়ে খাদিজার বাসায় বেড়াতে গিয়েছিলেন তিনি।