নেত্রকোনায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

Accidentনেত্রকোনার পূর্বধলায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঋতু আক্তার (৩০) ও আবুল কালাম (৪২) নামের এক দম্পতি নিহত হয়েছেন। তারা দুজনই অটোরিকশার যাত্রী ছিলেন। এদের মধ্যে ঋতু আক্তার ঘটনাস্থলেই ও আবুল কালাম ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এই ঘটনায় নূর উদ্দিন (৩৫) নামের অটোরিকশা চালকও আহত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে উপজেলার তুলা পাবই নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ঋতু আক্তার ও আবুল কালামের বাড়ি উপজেলার বিশকাকুনি ইউনিয়নের সাউদকান্দি গ্রামে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে ঋতু আক্তার ও তার স্বামী একটি অটোরিকশাযোগে শ্যামগঞ্জ যাচ্ছিলেন। এসময় ময়মনসিংহ থেকে জারিয়াগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ঋতু আক্তার মারা যান। তার স্বামী আবুল কালাম ও অটোরিকশা চালক নূর উদ্দিন গুরুতর আহত হন।

পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। আহত দুজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপতালে ভর্তি করলে আবুল কালাম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

Share this post

scroll to top