করোনাকালে স্বাস্থ্য সামগ্রী আমদানিতে ভয়াবহ দুর্নীতি হয়েছে বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশিদ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
হারুনুর রশিদ বলেন, ‘দেশের প্রতিবাদী মানুষের দাবি, রাজধানীতে বিশেষ একটি মিউজিয়াম বানিয়ে সেখানে স্বাস্থ্যমন্ত্রীকে রাখা হোক। সেখানে গিয়ে বলব, এই আমাদের স্বাস্থ্যমন্ত্রী যিনি বাংলাদেশের স্বাস্থ্যখাত শুধু ধ্বংস করেন নাই, খাদের কিনারে ফেলে দিয়েছেন।’’
বিএনপিকে মোকাবিলা করার মতো ক্ষমতা আওয়ামী লীগের নেই দাবি করে তিনি বলেন, ‘নিজদের পরাজয় নিশ্চিত জেনে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে, জিয়াউর রহমানের বিরুদ্ধে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা আরও জানে সুষ্ঠু নির্বাচন হলে তারা জিততে পারবে না। এই দুর্যোগকালীন সময়েও সবগুলো নির্বাচনে বিএনপি বিজয়ী হবে।’
মানববন্ধনে গণতন্ত্র ফোরামের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবেদ রেজা প্রমুখ।