বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নেত্রকোণার কলমাকান্দা উপেজেলার বরখাপন ইউনিয়নের রাজনগর গ্রামে ট্রলার ও ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষ হয়। এতে নৌকাটি ডুবে যায়। সে সময় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়।
ডিসি বলেন, “নৌকাটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিল। ১০ জনের মরদেহ উদ্ধার করার পর এখনও ১০ থেকে ১২ জন নিখোঁজ রয়েছেন।
“আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে মনে হয়েছে চালকদের অদক্ষতায় নৌকা ডুবে এতগুলো প্রাণহানির ঘটনা ঘটেছে।”
বৃহস্পতিবার সকাল থেকে নেত্রকোণা, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ থেকে ২৭ জন উদ্ধারকর্মী নিখোঁজদের খুঁজতে শুরু করেছে বলে জানান ডিসি।
এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আর মাহমুদকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান।
ডিসি বলেন, মৃতদের প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।