গুলশান শপিং সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলশান শপিং সেন্টারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার মাহামুদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। তবে এখনো কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

এর আগে গুলশান-১ এ অবস্থিত গুলশান শপিং সেন্টারের ছয় তলায় সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আমাদের ৭টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, গুলশান শপিং সেন্টারের ছয় তলায় শমসের গার্মেন্টসের একটি ফ্লোরে এই আগুন লাগে।

Share this post

scroll to top