নোয়াখালীতে বাসচাপায় প্রাণ গেল চালক-যাত্রীর

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে এক জন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মাইজদী-চৌমুহনী সড়কের নোয়াখালী পৌরসভা গেইট সংলগ্ন অনন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে সুগন্ধা দ্রুতযান সার্ভিসের একটি যাত্রীবাহী বাস নোয়াখালী পৌরসভা গেইট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়। আহত অপর যাত্রীকে গুরুতর অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ জানান, গাড়ি দুটি আটক করা হয়েছে। আহত অপর একজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this post

scroll to top