সাভার পৌর এলাকার ৮নং ওয়ার্ডের পূর্ব রাজাশনে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গরম পানিতে মা তামান্না বেগম (২১), তার দুই সন্তান আফরিন (২) ও তিন মাসের তাবিব দগ্ধ হয়েছে। দগ্ধদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়- সাভার পৌর এলাকার পূর্ব রাজাশনে মমিন মিয়ার স্ত্রী তামান্না বেগম (২১) স্যালাইনের ব্যাগে গরম পানি নিয়ে নিজের পিটের মধ্যে ছ্যাঁক দিচ্ছিলেন। এ সময় গরম পানির ব্যাগটি বিকট শব্দে বিস্ফোরিত হলে তামান্না বেগম ও তার দুই সন্তান তাফরিন ও তাবিব দগ্ধ হয়। পরে পরিবারের সদস্যরা তাদেরকে রাতেই উদ্ধার সাভার থানা রোডের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।
এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের (আইসিইউ) ইনচার্জ নাছির আহম্মদ আজ শুক্রবার জানান, ‘মাসহ তার দুই সন্তান আমাদের হাসপাতালে রাতে ভর্তি হয়েছে। তবে কি পরিমাণ দগ্ধ হয়েছে তা এখনো আমি জানতে পারিনি।’