গোপালগঞ্জে অবৈধভাবে খাল খনন বন্ধের দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জের মুকসুদপুর বাওড়ে নিজস্ব মালিকানাধীন জমিতে অবৈধভাবে খাল খনন বন্ধ করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

এ উপজেলার ৮ গ্রামের এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টায় মুকসুদপুর বাওড় সংলগ্ন পশ্চিম কদমপুর ভাঙাপোল বাজারে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

এ মানববন্ধনে উপজেলার প্রভাকরদী, কদমপুর, পুরাতন মুকসুদপুর, ঢাকপাড়, ভাকুরী, কাওয়ালদিয়া, পশারগাতী ও কুলাকোনা গ্রামের তিন শতাধিক জমির মালিক ও কৃষকরা অংশ নেন।

মানববন্ধন চলাকালে মুকসুদপুর পৌর কাউন্সিলর নিয়ামত খান, গোবিন্দপুর ইউপি সদস্য কামরুল ইসলাম, কৃষক বাচ্চু শেখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, মুকসুদপুরের কিছু ভুমিদস্যু নিজেদের স্বার্থের জন্য অবৈধভাবে হাজার হাজার মানুষের নিজস্ব মালিকানাধীন জমির বাওড়ে খাল খননের নামে অবৈধভাবে দখল করাসহ সরকারি অর্থ আত্মসাৎ করার চেষ্টা করছে। এই বাওড়ের জমিতে ধান ফলিয়ে কয়েক হাজার পরিবারের জীবন চলে এবং প্রায় এক হাজার মানুষ বাওড়ের থেকে বিভিন্ন ভাবে জীবিকা নির্বাহ করে। দ্রুত খাল খনন বন্ধ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান তারা।

Share this post

scroll to top