ঢাকাThursday , 10 September 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে পাওয়ার গ্রীডে অগ্নিকান্ডে তদন্ত কমিটির কাজ শুরু

Link Copied!

Mymenshing power Gridময়মনসিংহ জেলা সদরের কেওয়াটখালীতে অবস্থিত ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রীড উপকেন্দ্রে অগ্নিকান্ডের কারণ অনুসন্ধানে গঠিত দু’টি তদন্ত কমিটিই কাজ শুরু করেছে।

ময়মনসিংহ জেলা প্রশাসন গঠিত ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম ও সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শাহজাহানের নেতৃত্বে কমিটির সদস্যরা বুধবার দুপুরে সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত কাজ শুরু করেন। তিনদিনের মধ্যে এই কমিটি জেলা প্রশাসকের কাছে রিপোর্ট প্রদান করার কথা রয়েছে।

এছাড়াও পিজিসিবি নির্বাহী পরিচালক (অপারেশন এন্ড মেইন্টেন্যান্স) মাসুম আলম বকশীর নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট অপর একটি তদন্ত কমিটিও তদন্ত কাজ শুরু করেছেন।

পিজিসিবি নির্বাহী প্রকৌশলী মাসুদুল হক জানান, পাওয়ার গ্রীড উপকেন্দ্রে অগ্নিকান্ডে ৮০/১২০ এমভিএ ট্রান্সফরমার, কন্ট্রোল প্যানেল, পাওয়ার ট্রান্সফরমার ও সার্কিট ব্রেকার ক্ষতিগ্রস্থ হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।