স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের গৌরীপুরে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইনের উপর হামলা করেছে নৌকার নেতা কর্মীরা। ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বোকাইনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে টাঙ্গাডি পাড়া গ্রামে গনসংযোগের সময় একদল নৌকার নেতাকর্মী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ইকবালের লোকজেনর উপর হামলা চালায় ও গাড়ী ভাংচুর করে।
এসব ঘটনায় নির্বাচন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ দিয়েও কোনো সুরাহা হচ্ছে না বলে অভিযোগ করেন ধানের শীষের এই প্রার্থী।