মাঝে লাল ও দু’পাশে সবুজ। জাতীয় পতাকাল আদলে এভাবে রং করা হয় গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়ি। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে ক্ষোভের সৃষ্টি হয়। পরে সমালোচনার মুখে সেখানে অন্য রং করা হয়।
গত ২ সেপ্টেম্বর সিঁড়িতে পতাকার রং করার পর থেকে এলাকার লোকজনের চোখে পড়ে। ক্রমে ক্রমে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে।
স্কুলের পরিচালনা কমিটির সভাপতি জাহিদুল ইসলাম জাকির জানান, পিইডিপি-৩ প্রকল্পের আওতায় ২ লাখ ৪৪ হাজার টাকা ব্যয়ে বিদ্যালয়ের বিভিন্ন সংস্কার কাজ ও সিঁড়ির রং করা হয়। চিত্রশিল্পী সাদ্দাম হোসেন নিজেই সিঁড়িটি জাতীয় পতাকার আদালে রং করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। দ্রুত জাতীয় পতাকার আদলে আঁকা সিঁড়ি মুছে নতুনভাবে রং করার জন্য বলি।’
এ বিষয়ে কিছু জানতেন না দাবি করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. তসলিমা বেগম বলেন, ‘এটা আমার অগোচরে করা হয়েছে।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হোসেন আলী বলেন, ‘বিষয়টি জানার পর পরই জরুরিভাবে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। বিদ্যালয় সভাপতি জাহিদুল ইসলাম জাকির লোক দিয়ে দ্রুত সিঁড়ির রং পরিবর্তন করিয়েছেন।’