ইন্দোনেশিয়ার আনাক ক্রকাতাও আগ্নেগিরির অগ্ন্যুৎপাতের সম্ভাবনায় দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটি। ধারাবাহিকভাবে লাভা বিস্ফোরিত হতে থাকায় এ সতর্কতা জারি করা হলো। খবর বিবিসির।
এদিকে এ কারণে এ আগ্নেয়গিরি এলাকা দিয়ে চলাচলরত সব ধরনের বিমানের রুট পরিবর্তন করা হয়েছে এবং ৫ কিলোমিটার এলাকাজুড়ে পুনরায় সতর্ক অঞ্চল ঘোষণা করা হয়েছে।
ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থা সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, অগ্ন্যুৎপাত চলমান থাকায় এ সতর্কতার লেবেল বৃদ্ধি করা হয়েছে।
গত শনিবার আগ্নেয়গিরিটি থেকে সৃষ্ট সুনামিতে প্রায় ৫ শ’র মতো মানুষের মৃত্যু হয়েছে।
আনাক ক্রাকাতা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটায় সেখানে ফের আরো ভয়াবহ সুনামির সৃষ্টি হতে পারে আশঙ্কায় দক্ষিণ সুমাত্রা ও পশ্চিম জাভার মধ্যবর্তী দ্বীপগুলোর বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে সেনাবাহিনী। ইতোমধ্যে ১৬ হাজারের বেশি লোককে সেখান থেকে সরিয়ে নেয়া হয়েছে।
আনাক ক্রাকাতাও একটি ছোট আগ্নেয়গিরি দ্বীপ। ১৮৮৩ সালে ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় আগ্নেয়গিরি ক্রাকাতোয়ার উদগীরণের ফলে এই আগ্নেয়দ্বীপের সৃষ্টি হয়।