ক্রিকেটারদের করোনা টেস্ট সোমবার

ক্রিকেটারদের অনুশীলনে করোনার হানার কারণে একক অনুশীলন বন্ধ রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুনরায় অনুশীলন শুরু করার আগে ক্রিকেটারদের করোনা টেস্ট করানোর পরিকল্পনা নিয়েছে বিসিবি। সে লক্ষ্যে আগামীকাল করোনা টেস্ট করা হবে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের। শ্রীলঙ্কা সিরিজের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

শুধু মাত্র ক্রিকেটার নয় অনুশীলনের সঙ্গে যুক্ত সকল সাপোর্ট স্টাফদেরও করোনা টেস্ট করাবে বিসিবি। এদিকে ক্রিকেটারদের সুরক্ষার কথা বিবেচনায় এনে ব্যক্তিগত অনুশীলন আরও দুইদিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিসিবি।

এর আগে সাপোর্টস্টাফসহ মোট তিনজন করোনায় আক্রান্ত হওয়ায় ক্রিকেটারদের সুরক্ষার কথা বিবেচনায় এনে তিনদিনের জন্য ব্যক্তিগত অনুশীলন বন্ধের ঘোষণা দেয় বিসিবি। সেই হিসেবে আগামীকাল থেকে আবার অনুশীলন শুরু করার কথা ক্রিকেটারদের। তবে ক্রিকেটারদের নিয়ে সতর্ক অবস্থানে থাকায় আরও দুই দিন অনুশীলন বন্ধের ঘোষণা দিলো বিসিবি।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান আজ রোববার জানিয়েছেন, ‘তিন দিনই শুধু নয়, জাতীয় দলের ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন আরও দুদিন বন্ধ থাকবে।’ অর্থাৎ, সোমবার এবং মঙ্গলবারও বন্ধ থাকবে ক্রিকেটারদের অনুশীলন। ফলে বুধবার থেকে আবার প্র্যাকটিস শুরু করতে পারবে ক্রিকেটাররা।

Share this post

scroll to top