অনুমোদন ছাড়াই চলছে ‘এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল’। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির অনুমোদন নিয়ে প্লে থেকে ‘ও’ লেভেল পর্যন্ত ভর্তি নিচ্ছে ইংরেজি মাধ্যমের এই বিদ্যালয়ে। এছাড়া, রাজধানীর বিভিন্ন জায়গায় খোলা হয়েছে শাখা ক্যাম্পাসও।
খোঁজ নিয়ে জানা গেছে, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের মূল শাখা রাজধানীর মোহাম্মদপুর লালমাটিয়া বি-ব্লকে একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে গড়ে তোলা হয়েছে। ২০১৯ ও ২০২০ সালে শিক্ষা বোর্ডের অমুমোদন ছাড়াই দুটি ব্যাচে ‘ও’ লেভেল পরীক্ষার ব্যবস্থা করে এই স্কুল।
এদিকে, উত্তরা ও মিরপুরে দুই শাখা অফিস খোলা হয়েছে। স্কুলের ৩ পরিচালক মিলে এসব শাখা পরিচালনা করছেন। এরমধ্যে দুই পরিচালক ছিলেন বন্ধ হয়ে যাওয়া আলোচিত ‘পিস’ স্কুলের পরিচালক।
অভিভাবকরা অভিযোগ করছেন, দুই বছর আগে রূপনগরে একটি শাখা খোলা হয়। সেখানে ইংরেজি মাধ্যমে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৯০ শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। বর্তমানে এই শাখার পরিচালকের সঙ্গে মূল শাখার বিরোধ তৈরি হয়েছে।
এই বিষয়ে একাধিক অভিভাবক জানান, এই শাখা বন্ধ করে দেওয়া হবে বলে লালমাটিয়ার মূল শাখা থেকে তাদের কাছে এসএমএস পাঠানো হয়েছে। এতে টিউশন ফি দিতে বলা দেওয়া হয়েছে। নতুন করে মিরপুরে আরেকটি শাখা খোলা হবে, সেখানে সব শিক্ষার্থীকে ভর্তির হতে বলা হয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের মিরপুর শাখার পরিচালক জেড এম রানা বলেন, ‘দুই বছর আগে লিখিত চুক্তির মাধ্যমে আমাকে শাখা অনুমোদন দেন ব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুর রহমান সোহাগ। চুক্তির কিছু দিন পর শাখা অনুমোদনের বৈধ কাগজপত্র জমা দেই। কিন্তু তিনি অনুমোদনের কাগজপত্র দেননি। এই নিয়ে তার সঙ্গে বিরোধ সৃষ্টি হয়েছে।’
জেড এম রানা আরও বলেন, ‘এই ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর, শিক্ষা বোর্ড, ঢাকা জেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করেছি। এছাড়া, মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্কুলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান সোহাগ বলেন, ‘মিরপুর শাখার পরিচালক নিয়ম-কানুন না মানায় তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের কেন্দ্রীয়ভাবে অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু করা হয়েছে।’
এদিকে, ঢাকা শিক্ষা বোর্ডে খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি প্রকাশিত ঢাকা শিক্ষা বোর্ডের ইংরেজি মাধ্যম স্কুলের নিবন্ধনের তালিকায় ১১০টি স্কুল রয়েছে। এর মধ্যে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের নাম নেই। তবে, ২০১৮ সালের ৮ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পরিচালনার নিবন্ধন দেওয়া হয়েছে। প্লে থেকে ‘ও’ লেভেলের অনুমোদ নেই।
‘ও’ লেভেলের অনুমোদন না থাকার বিষয়টি স্বীকার করে আনিসুর রহমান সোহাগ বলেন, ‘‘প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত নিবন্ধন রয়েছে। পরের ধাপের অনুমোদনের জন্য আবেদন করা আছে। আমাদের শিক্ষার্থীরা ‘ও’ লেভেলে দুটি পরীক্ষায় অংশ নিয়েছে। তারা ভালো ফলও করেছে। ’’
এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক আবুল মনসুর ভূঞা বলেন, ‘‘এভেরোজ স্কুলের অষ্টম শ্রেণি ছাড়া আর কোনো স্তরে অনুমোদন নেই। অথচ তারা ‘ও’ লেভেল শিক্ষার্থী পড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।’’
আবুল মনসুর ভূঞা আরও বলেন, ‘স্কুলের মূল শাখা থেকে শহরের বিভিন্ন জায়গায় শাখা ক্যাম্পাস অনুমোদন দিয়ে ভর্তিসহ বিভিন্ন বিষয়ে আমাদের কাছে লিখিত অভিযোগ এসেছে। ’ এসব অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।