অবৈধভাবে চোরাই পথে ভারতীয় পণ্য শুল্ক ফাঁকি দিয়ে ময়মনসিংহে আনার পথে বিপুল পরিমাণ হরলিক্স, কোলগেইট টুথপেস্ট, পন্ডস ফেস পাউডারসহ ২জনকে আটক করেছে ময়মনসিংহে অবস্থিত র্যাব-১৪ ব্যাটাঃ সদর দপ্তর এর একটি আভিযানিক দল।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর একটি আভিযানিক দল ০৪ সেপ্টেম্বর ২০২০ খ্রিঃ তারিখ রাত ০১.০০ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের শম্ভুগঞ্জ গোলচত্তর ইউনিয়ন পরিষদ মসজিদের সামনে পাঁকা রাস্তার উপর তল্লাশী চৌকি স্থাপন করে বিভিন্ন যাত্রীবাহী বাস তল্লাশী করতে থাকেন। তল্লাশীকালে অনুমান ২.০০ ঘটিকার সময় পূর্বে সংবাদ প্রাপ্ত সন্দিগ্ধ ঢাকা মেট্রো ব-১১-৫৫৮৯ যাত্রীবাহী যশোদা পরিবহনের একটি বাস তল্লাশী চৌকির নিকট আসার পর উক্ত বাসের চালককে বাসটি থামানোর সংকেত দিলে তিনি বাসটি চেকপোস্ট এর নিকট থামালে র্যাব-১৪ এর আভিযানিক দল গাড়ীটি তল্লাশী কালে র্যাবের উপস্থিতি দেখে পালিয়ে যাওয়ার সময় আসামী ১। মোঃ হুমায়ুন কবির(৩২) পিতা-মৃত ইসমাইল হোসেন, সাং-রসুল বাগ,থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ ( স্থায়ী ঠিকানা- সাতরা পাড়া, পোঃ কড়ই হাটি, থানা- চাটখিল, জেলা- নোয়াখালী) ২। মোঃ জোনায়েদ(২৫) পিতা- মোঃ আঃ কুদ্দুস, সাং- লতিফপুর, থানা-কিশোগঞ্জ সদর, জেলা- কিশোরগঞ্জদ্বয়কে আটক করেন। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদকালে তাদের দেখানো মতে বর্ণিত গাড়ীর ভেতরে পিছনে লুকিয়ে রাখা বিপুল পরিমান ভারতীয় পণ্য হরলিক্স, কোলগেইট টুথপেস্ট, পন্ডস ফেস পাউডার ইত্যাদি উদ্ধার পূর্বক জব্দ করেন। ধৃত আসামীদ্বয় অবৈধভাবে চোরাই পথে ভারতীয় পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে নিজ হেফাজতে রেখে বিক্রয় করায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-খ(১)(খ) ধারা অপরাধ করেছেন।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে চোরাই পথে ভারতীয় পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে নিজ হেফাজতে রেখে বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেন। শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য আমদানি এর বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।