রংপুর, রাজশাহী ও বরিশাল, গোপালগঞ্জ, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা অঞ্চলে চলছে শৈত্যপ্রবাহ। গতকাল দেশের সর্বনি¤œ তাপমাত্রা ৭.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে রাজশাহীতে। আজ বৃহস্পতিবার রাতের তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে। শৈত্যপ্রবাহের আওতা আরেকটু বাড়তে পারে। উল্লেখিত অঞ্চল ছাড়া অবশিষ্ট কিছু অঞ্চলে তাপমাত্রা শৈত্যপ্রবাহের কাছাকাছি অবস্থানে রয়েছে। তবে বরাবরের মতো রাজধানী ঢাকাসহ দেশের মধ্যাঞ্চল ও চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা অনেকটা ওপরেই রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ পর্যন্ত বেশ কিছুদিন যাবৎ ঠাণ্ডাপ্রবাহ বয়ে যাচ্ছে। এটা উপমহাদেশীয় উচ্চচাপ বলয় নামে পরিচিত। সাইবেরিয়া অঞ্চল থেকে হীম শীতল বায়ু প্রবাহের একটি বর্ধিতাংশ শীতের এ সময়টাতে ভারতের বিহার হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত থাকে। এর একটি ঢেউ বাংলাদেশের কিছু অঞ্চলে লেগে থাকে। তখনই শৈত্যপ্রবাহ বাংলাদেশের রাজশাহী, রংপুর, খুলনা বিভাগের কিছু অংশ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বয়ে যায়।
রাজশাহী শহরে সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হলেও গতকাল চুয়াডাঙ্গা শহরে সর্বনি¤œ তাপমাত্রা নেমেছে ৭.৫ ডিগ্রি সেলসিয়াসে। তেঁতুলিয়া ও শ্রীমঙ্গল বাংলাদেশের শীতলতম স্থানগুলোর অন্যতম। গতকাল তেঁতুলিয়ায় সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড হয় ৮.৫ এবং শ্রীমঙ্গলে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বনি¤œ তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, আরো কমপক্ষে পাঁচ দিন ঠাণ্ডা পড়তে থাকবে। রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমবে আজ। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।